ঘা শুকানোর মত জল শুকিয়ে আসে টেবিলটপের কাঁচে
চিন্তাসূত্র ছিঁড়ে ছিঁড়ে যায়, মন নীরব হয়ে আসে শুধু কাঁকড়ার মত জেগে থাকে
উচাটন..
ওই বিকেলজন্মের গাছ
ওই লালবট
সব জানে আমার
কখন তুমি আসবে থরথর রোমাঞ্চ নিয়ে  
আহা স্রোত, তোমার ডাকের ওপারে
তরঙ্গ তার ফুসলিয়ে নিয়ে যাবার দোষটুকু ফেলে গেছে জলে
জানি সব, বুঝি না শুধু নিজেকে


তার চেয়ে বেশি তোমাকে!