১)
শেষ রাতের এলোঝড়ে  হিমেল পরশ ছিল,দেহ ছুঁতে আসা
                                          শরৎ হিম
শীতকাতুরে হয়ে সুতির চাদর হাতড়াই
ততক্ষণে পাশে রাখা লুড়োর গুটি
পায়ে লেগে ছড়িয়ে পড়েছে ঘরময়
সংসারের জঙ্গল থেকে সেও প্যারোলে মুক্তি খোঁজে
                                            বারংবার
আর অসূয়া থেকে আমি …


২)


চলতি বাজার বিষে মরে যাওয়া গোদামজাত ইঁদুরগুলো দেখি আর ভাবি
একদিন খিদের জেরে ট্রামলাইন পেরোতে সক্ষম হয়েছিল এরা


ভুল সময় থেকেও শেখা যায় কিছু.