কালাশনিকভের আগ্নেয়াস্ত্রের সামনে  ঝুঁকে পড়া সভ্যতা,
মেরুদন্ড নুয়ে আসাটাই স্বাভাবিক এখন।


গুলতির নিশানায়  একঝাঁক ফিঙ্গে-
দূরের প্রগলভ মাঠ যেন অবলা কোন গ্রামদেবী , যার অনুসরণে কামুক সুর্য।
দু- একটি দুরন্ত ট্রেন ভেসে যায় কোন্‌  অ লী ক যাত্রায়—  


সন্ধ্যার দহেলিজ পার হয়ে ভয়শূন্য মন
দিক্‌বিদিক ছুটে যায় ...
যা হারায় তা কেবলি হারায়।


সবক্ষেত্রে তা হয় না,
কান্ডের সততায় যেমন সরলবৃক্ষ খুঁজে পায় তার সংসার
পাতা ছুঁয়ে থাকা পাখির কলহ
   আর সহস্র মুকুলে  না-দেখা  ঘ্রাণবিশ্ব।