যুদ্ধ যুদ্ধ যুদ্ধ ...
সবেতেই তার পরাজয় লেখা।


আজ নিঃস্ব হতে চায়--
মুঠো খুলে দেওয়া  হাতের রেখারাই
সহস্র নাগের  ফনার মত ঊর্ধ্বাকাশ,আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে আমায়,
বাজুবন্ধে
প্রগলভ শঙ্খলতার মত ...


আমি তো  চেয়েছিলাম
পাতালে ঘর
শূন্যগর্ভ...
অচল সিকি’র নিয়তিকে
ডুবতে দেখেছিলাম মালিনী নদীর ফাঁপা অংশে
শেষ কবে?