বিষাদলীন দ্রবণে শরীর  মিলিয়ে যাচ্ছে দেখে দেখে
ডুবন্ত হয় আশান্বিত শব্দ বাক্যগুলোও …


ডুবন্ত চোখ আশেপাশে তাকিয়ে খুঁজে নিতে চায়
তার মতই ডুবন্ত আরো একজনকে।
তেতিয়ে ওঠা লেলিহান যন্ত্রণা
অনেকটা কমে এলে
সাহসের আদিম জোর আসে নফসে।


২)
না-বলা কথারা  শল্কমোচনের চেয়েও ভারি মনেহয়
বন্দী শূককীটের মত জানলা
কত আর আঘাত হানবে কেউ


জাগ্রত স্বাধীন মন নিয়ে
বিয়োগের সমীকরণে
বসে আছি দু'বেলা
অভ্যাসে


দরজা খুলে ভাবি আসবে তুমি
নতুন দিনের মত