প্রকৃতিও অন্য ব্যাখ্যা দেয় চিরাচরিত শব্দের--
পঙ্কে জন্মে যাহা, তাহাই পঙ্কজ নয়
পাঁকের জিওল মাছ, এদের গতিবিধি বোঝা দায়।


গ্রীষ্মদাহের দুপুরে যে কুকুরটা অনেক বছর বেঁচে যায়,
তারও প্রশ্ন উঠে –সে আদৌ কুকুর কি?


সব ঢেলে মাটি হয়, ছাঁচে ঢেলে মাটিও ঈশ্বর হয়
তবুও মাটি  বঞ্চনা পায় শহীদের অস্থিমজ্জা গিলে।


শিক্ষক থেকে চেনা স্বজন হাতই ধর্ষকের হাত হয়ে ওঠে একদিন।
এ কোন্‌ নষ্ট সময়ে জন্মালে শিশু?