যেকোনো শুরুর প্রথম বিন্দুটি  মিথ্যে বলে না
গাছের প্রথম পাতাটি       অভিমন্যু শোকের ছায়া সরিয়ে  
ঝাঁপ দেয় শূন্যে ...


উৎসব শুরুর প্রথম দীপটির  নিভন্ত আভাও  আঁচ দেয়
প্রথম কৃষ্ণ না হওয়া অন্ধকারই
    সান্ধ্য দেবতার প্রণাম টেনে নেয়


প্রথম প্রেমের পরাগ থেকেই
গোলাপ ফোটে হাজারো,  জীবন হয়তো তখন অন্য কারো সাথে  


তবু তার কথা ভেবে   বুকের ধ্বক ধ্বক শব্দ
প্রত্যহ এক নতুন বাজনায় ...


যে সুর ভাগ হয় না দ্বিতীয়বার