একটা বিশেষ মুদ্রা ভেবে শূন্যের দিকে  ছুঁড়ে দিলে যেদিন আমাকে
জাগতিক পাখি
সেই থেকে উড়ি ...
সেই থেকে খেলা শুরু


শূন্য থেকে মহাশূন্যে
......
বায়বীয় ঘূর্ণন


হেড না টেল?
হেড না টেল?
মাথার ভেতর ঘুরপাক খায় চক্রবালে ঝনঝনানি
...
অতঃপর তোমার খুলে দেওয়া মুঠোর তেরঙ্গায় আসছি ফিরে।