খেচর মন্ত্র জানা নেই
চোখে হামসা পাখি নিয়ে কেউ কেউ অপেক্ষা করে
অদৃশ্য কিছু তাকে উড়িয়ে নিয়ে যাবে
দূর কোনো পৃথিবীর
প্রাচীন শস্যখামারে, চঞ্চু ছুঁয়ে আছে মাটি সেখানকার …


কেউ বা অপেক্ষা করে আছে সময়ের ভোকাট্টার
এতগুলো নিঃস্ব বছর এই শরীর
দ্রোহ ও যন্ত্রণায় নরম ঘুড়ি হয়ে কুঁকড়ে আছে
কাঠামো বেঁকিয়ে গরঠিকানায় …


---------------