বাস্তব অভিজ্ঞতার জেরে শরীর-মন হয়ে ওঠে অতিরিক্ত ক্ষমাসম্ভব।
করুণা করেছি বারবার নিজেকে
পান্থপাদপের মত
বুকে জল তবু
রুখাসুখা নদীর কাছেই ছুটে গেছি
ঘুরে এসেছি মানুষের আয়ুর ওপারে
শব্দহীন চিরহরিৎ এক আকাশ!


যাওয়ার নেই  কোথাও আজ সহজে ,ঠাঁই নাড়া নেই
ভাবছি  রূপকথা  না জীবনের আহত গল্প
কি শোনাব তোমায়
কোন্‌টা অধিক  শোনাবে ভালো


.....................