অন্ধকার স্ফটিকস্বচ্ছ, বৃষ্টির মর্মর
শব্দ হাতড়াচ্ছে কেউ...


ধরে থাকা যায় যতদুর শেষটা ... জলপতনের শব্দ ভারী ,
বোঝাই হচ্ছে শহরের মেট্রো  খাল-বিল,


জল-ঝরা পাতা থেকে দলছুট আমন্ত্রণ
এ সহজলিপি তোমায় ভাবাবেই


অমাবস্যায়  খুঁজছ কি? ভাঙ্গা চাঁদ ?  ছবিতে পরিচিতি?
পতঙ্গগান বাজছে ... পাতার জাহাজ-ডুবি শুনছ কি?


ঝিঁ ঝিঁ তরঙ্গে
এখনও কানে কু... তালা তো ধরে নি ?


এসো  আমরাও ঢুকে পড়ি সুরের ভেতর -
মায়াবী তিরকিট  চৌখুপী ফ্রেমে,


অদৃশ্য জোছনা লুটে পুটে  খায় খাক  গৃহস্থের বারান্দা।