#
হুল ফোটাতে জানে কেউ ।ফোটানো হুল  থেকে রক্তক্ষরণের লাল...
লাল  পিঁপড়ে সারিতে নেমে যায়
                      শিকারের ঠোঁট।


#
খুচরোর প্রবল ঝনঝনানি  ... চমক  ভাঙ্গে! যাহ্‌ ...
একদা রামরতন ধন নোটগুলো এখন  
                  জরাগ্রস্ত সিঁথির মোড় !


#
ক্যালেন্ডারের পাতা কবেই ছেড়েছে ঊর্ধ্বশ্বাস  মার্চ মাস
তবু  উল্টা সুখে দোল খায়  বসন্তবৌরি...
                        বাতানুকূল ঘরে।


#
মৌসুমি বৃষ্টিগুলো উড়োউড়ি করে শিক্‌কাবাব গন্ধ মেখে ...
আমার কবিতার পাশে রোজ শুয়ে থাকে যে ,
                   তাকে বলি বুভুক্ষা ।


#
বিপন্ন বাজে সন্তুর.
ভিড় গুঁজে দিই ভিড়ের ফাঁকে , ঠোঁট পাগল কবি
ঠোঁট লেখে  ,  তর্জনীতে ইশারা।


     ******************