এই  যে  প্রচ্ছদ এঁকে দিলে
... মাঠ ভর্তি ফসলের,
এখানে  ক্ষিদের গল্পও বিক্রি হয় নিলামে।


অম্লগন্ধ, চোয়া ঢেঁকুর তুলে
গল্প বাড়ানোর সহজ অভ্যেসটাই ভুলে গেছি আজকাল।


অহম জেগেছিল---
অতঃপর কোনো এক রাতপাখির
        বুনোশিসে  
                চমক ভাঙে!


নির্ভার ত্রয়োদশী রাত...
হিংসুটে ছায়াটি সরে গেলেই বুঝি
       পথ আমাকেই খুঁজছে,
                আমাকেই...


অবচেতনের বিশ্বাস আজ  ভারী... পয়মন্ত পাথরের মত।


অতএব দিন শুরু
ভাঙা হাসি নিয়ে ... সদ্য হাটখোলা
            হাটুরে মিছিল।