#
সামান্যতম উপেক্ষাও সহ্য হয়না দুর্বলতর মুহূর্তে---
অসহ্য কিপটে লাগে   পর্দাগুলোর   বাদামী রং
ধূসর ছাইদান, ছাই ধূসর
ধূসর শরীরী উত্থান-পতনগুলো,


আলাপের স্বর খুঁড়তে খুঁড়তে খুব ইচ্ছে হয়
মেশিনে ফেলে দেখি


   এখানে হৃদপিণ্ডগুলো নাকি পাথর !


#
ক্লান্তিরও সুর হয়।.নীরবতায় নিরাময়।
যাকে ডেকে পাঠালাম সেতো এলই না। .।।অতঃপর
ছলছুতো
   ফন্দিফিকির
      সুতো বাঁধি মন্নতের ...


কিভাবে ফেরাতে হয় যে জানে
            আপাতকালীন কোনোও ঈশ্বর !