১)
ধরো টানেলের শেষটা, খুললই না কোনদিন
অথবা সেতু যানজট
মাঝবরাবর এসে থমকে গেল...
এতসব না-এর  মধ্যবর্তী স্থূল অংশে
পাথুরে  দোল খায় দেখ কেমন হাতিশুঁড়ার ফুল
আর বন অতসী।


২)
রাতারাতি ঝোপ বদলে সেই সাদাবাড়ি
মেহগনি দোতলা হাতছানি ,ভাঙ্গা কিশোরবেলা আর মোম-গলানো মেঝে অব্দি কমলা রোদ-রঙ,


মনে পড়ে না আজ
প্রথম সূর্যাস্ত  ফেলে এসেছি কোন্‌ ঘরে!


৩)


ইচ্ছে হয় তোমাকে লিখি খুব ভোরবেলা
মুখস্থ দুর্গানামের মত,
গুটিয়ে  নিই , সামলে ...


ঘুমের ভেতর   কাকে যেন বলছ --
ক্ষমা করো,   ক্ষমা করো।