নদী বিকেল শোনাচ্ছে তোমায় ----
কোন তাড়া আছে কি?
নিজের দ্বিতীয় জীবন ধার দিয়েছ কাকে?
বিজ্ঞাপনে রঙ্গিন তাস হয়ে উড়ছ ,
লেজকাটা ঘুড়ির লড়াই যেমন
শূন্যতার আড়াই প্যাঁচ।


অথচ সে বসে আছে ... দগ্ধ আঙ্গুলে আঁচল জড়িয়ে
চুপচাপ ....পৃথিবী আর
               তোমার ঘুমিয়ে পড়া ছায়া্র মাঝখানে
            জেগে থাকে
                মিথ শহরেও আপনজন!


যার জন্য কোনদিনই তোমার ব্যক্তিগত হয়ে ওঠা হয় নি
অংশত হলেও ...