১) ডাকবাক্স
আওয়াজ ভেঙ্গে শব্দ বলার চেয়ে এই-ই ভালো ...নীরবতা।
কিছু কথা স্বপ্নেও বলা বারণ
কিছু কথা শরীরে থেকে যায়
প্রত্যাশিত ছেলেখেলায়...


চৈত্রের রোদ মাথায় নিয়ে আসে না কেউ চিঠি বিলোতে
সম্মানিত ডাকবাক্সে
         খড়কুটো বাসা বেঁধেছে।


২) ফ্রেম
ফ্রেম করিয়ে নাও বিছানা, পাশবালিশ। ছোপ ছোপ হলুদে নিশুতরাতের কষ্টের ঘাম
আর নির্ঘুম রাতের উপাসনা ...
কি চেয়েছিলে বল  ... স্বাধীনতা?
দেরি করে ফেরা বাড়িতে?


৩)প্রিল্যুড
ইদানীং বোর লাগে একা একা
প্রোটোকল ভেঙ্গে সেলফি ,নদীর সাথে সূর্যাস্ত ইত্যাদি.
ভার্চুয়াল কথোপকথনে কেউ ব্যক্তিগত হুম্‌ শব্দ ফেলে গেলে
বসে থাকি
নিস্তরঙ্গ উপেক্ষায়
অপেক্ষায় ...
অগত্যা জাল ফেলে
     সুর হাতড়াই ... অনন্য প্রিল্যুড।