রাত্রি কেন পারে না দিতে উজ্জ্বলতা?
সাহস পেরিয়ে এসেছে  দুঃসাহসের এতকাল...


সুখের ডানার মত          নাছোড়বান্দা রুমালগুলো
   উড়ে যেতে যেতে         হাতছানি দেয়  
                না-ফেরার দিকে।
  
সারাংশের মধ্যে মাথা উঁচু করে আছে
           একশো বছরের পাঁচিল।

চোখের টুপটাপ আর বাদবাকিশেষে  সূর্যাস্তের  
অলীক ডিঙিয়ে   কেউ ফিরছে ...
                             চন্দ্রাহত !
  
নীল নীল   স্বগতোক্তি জড়ো  হচ্ছে    
               পাটভাঙ্গা খনিজ বুকে ।