ছায়া থেকে  বেরিয়ে আসে পোষা পায়চারি।
নিজেকে অনেকটাই গুছিয়ে নিচ্ছি , ঝাউয়ের সরল হাওয়ার মত।


কাঠবেড়ালির  শরীরের মত রোদের নরম  ওঠানামা,
মেঘের মধ্যে তুতো ভাই-বোনদের খুনসুটি  খুঁজি...


যদি বলি  পূর্বজন্ম চেয়ে বোসো না
।চাল ধোঁয়া হাতে  কোন কিশোরীপ্রেমের কাব্য উঠে আসে না।


দুপুরগুলোও ছদ্মবেশী
পালাতে চাইলেও রেহাই পাব কি?


ভাঙ্গা   হাসি ছড়িয়ে  
একলা বাউল হেটে যায় লালন-পথ।


বৃক্ষের শেকড়ে গিয়ে বলি দেবতা হও দেবতা হও।