ভোর - ভোর আলো ফেলে গেছ   ...   ভেজা গালে
        গল্পের ছলে বৃষ্টির ছাট,      
                   দিশাহীন জানলায়
এলোমেলো খুঁজি বর্ষাতি     ছককাটা ঘরে ।


টেবিলময় আধ-খাওয়া আপেলের বাদামী রং ,
              রোঁয়া-ওঠা ধূসর।


তোমাকে কি করে বলি?
এতসব খনন ...  হাড়ের ভেতর ।


ইদানীং
  ভোর- ভোর  আলো ফেলে গেলে
    ভেষজ আগুন জ্বলে ,   চোখের তারায় মুনিয়া পাখি
                       রাতারাতি জেনে যায়  
          তার আত্মাহুতি।


তোমাকে কি করে বলি... এতসব?


বোঝা না-বোঝায়
       পড়ে থাকে কিছু কথা ...  সংখ্যাতীত।