যন্ত্রণা ছোঁয়াচে ,  যেভাবেই ছুঁয়েছ ...


পাথুরে খাঁজ বেয়ে লোহার ঘোরানো সিঁড়ি --রেলিঙের ধাতব ঠোঁট   যেভাবে শুষে নিতে চায় জলপ্রপাতের  নিবিড় একাকীত্ব , স্পর্শ।


আজও  রোদ ও স্তর  ,মেঘলা     ছাইরঙা পেরিয়ে এসেছি
যা স্বাভাবিক নয় তাকেই  পোষ মানাচ্ছি।


অস্থির করে দেওয়ার এক প্রবণতা তোমার
আমি জানি আগের স্থিরতা ।


তাঁত–বোনা যন্ত্রের মত করে কথা বলে যাও
তোমার বাচালতা আমাকে স্পর্শ করে।


যে  স্বপ্নগুলোকে  শুধু তুমিই সত্যি ভাবো
তাকে আগলে  রাখি বর্ণমালা শাসনে।


প্রমাদ গুনি যখন দেখি ছায়া আছে তুমি নেই
পায়ে পায়ে  এগিয়ে আসে মন্বন্তর...


তোমার রাতজাগা আগুন  জানে সঙ্গম হরিণীর মতই
আমি  কতটা   স্পর্শকাতর ।