এই যে এক আকাশ ধূলো কুড়োচ্ছি  ঝুলবারান্দায়,
ধূলোয় লেপ্টে আছে সিলিকনের অণু।


কার্পেটের পাঁজর ঘষে ধুলো,
এমনকি কথা রাখার তাকেও...


সম্পর্কের ধুলোয় লেপটে আছি কতকাল
শারীরবৃত্তের যোগফল ভেঙ্গে।


সারাদিনের ক্লান্তি জমা হয় ফাটা  গোড়ালিতে , হাঁটুর ভাঁজে
ছোটাছুটি ,  ক্লান্ত সূর্য ডুবছে যখন আর্কাইভ শহরে


মন চাইছে কিছু হারাতে  নতুন জন্মের বন্ধুত্বে।