১) সাপলুডো


জানি না কপালে কোন টিপ  তৃতীয় সূর্য বলে ভুল করেছিলে---
পাশ ফিরে শুলে  কপট অভিমান
চপিংবোর্ডে  পেঁয়াজকলির খোসা ছাড়াতে গিয়ে দেখি ফাঁকফোকর আলো সাপলুডো  খেলছে ঘরের মেঝেতে ।


২) ব্রেকিং নিউজ


লেজকাটা ঘুড়িটার নিঃশ্বাস নিয়ে আটকে আছে মাঠের মধ্যে বাজ-পড়া ঘোড়ানিমগাছটা।
যে ছবিগুলো ছোঁয়াচে দৃশ্য ছড়ায় ...     মেলানকলি!
বন্যায় গৃহহীন মানুষের জলকাদায় থকথকে উঠান, হা-হা কুঁড়েঘর
আর  বেনোজলে ভেসে যাওয়া খড়কুটো ত্রাণ।


৩)  আলো এবং ছায়া


বহুজাতিক শব্দে আলো চলে যায় , উপন্যাসের মত দাঁড়িয়ে পড়ে ভরদুপুর।
জানি আজও ভাবনাদের ছাড়িয়ে যাবে তুমি...
তোমাকে অন্য কেউ।
              
                     সাপলুডো ছকে বাঁধা জীবন!