বুকভর্তি হাওয়া নিয়ে উড়ি বেলুন ওড়ার মত  আরব আকাশে ---


কাশবন বিচ্ছুরিত স্ফটিক্‌ আলো
এত আলো, এত স্বচ্ছ  শাপলাদীঘি !


খুব ছোট্টবেলার মুঠো থেকে ফড়িং উড়ে বসে পাথরে, পাথুরে চোখ যেন প্রাচীন জলদেবতার।


হাওয়ার রসদ ফুরিয়ে গেলে মুখ থুবড়ে পড়ি মাটিলগ্না ঘাসের বুকে ,
কতশত মৃত সৈনিকের শেষ নিঃশ্বাস ধরে রেখেছে সেও।


আশীর্বাদের মত ঝরে পড়ে শিউলিফুল , ওগো শিউলিফুল,
মিতালী সুখে উন্মুখ মালতীফুলের  শিশিরস্নান।


পেরিয়ে যাই শিশিরমঞ্চ,অলিগলি ভাটিয়ালি সুর বেয়ে আজ আগত বোধনের দিকে নাগরিক উল্লাস ,হাতছানি দেয় উৎসবের রোশনাই ...


আমার অতীতজন্ম পিছু ডাকে ।