আজও শপিংমলের মাথায় জড়তা জড়ানো গ্রাম্য বউয়ের মত চাঁদ ওঠে ,
লক্ষ তারা ভেলকি দেখায় আজও।


আজও সরাইখানার অনতিদূরেই শেয়াল ডেকে ওঠে,
হাইওয়ে  লরিগুলো আলো ফেলে গেলে ভারি জলযানের মত অন্ধকার ...
সরে সরে যায় একপাশে।


সাঁওতালদের কুঁড়েঘর দেখেছি নিঝুমপাহাড়ে-
যেখানে ঝোলার ভেতর বাঁশি একটা পথ হয়ে যায় আর সাপুড়েরা হিলহিলে সাপ।


খিদের হাতে ওরা আগুন সঁপেছিল !