১)
যেভাবে গল্পের ফ্লেভার আসে...


দু-এক পশলা বৃষ্টি মেখে  পথ  তলিয়ে গেলে ফিরে যাচ্ছ
এগিয়ে যাওয়া সহজ নয় ভেবে ...


অমন বোবা চোখ দেখেনি হয়তো  তুখোড় বাইপাস ,
ঘুঘুডাক ফেলে এসেছ  পিছন বারবেলায়।


সিঁড়ি অব্দি মুখ গোমড়া পড়ে আছে জুতোর সুকতলিতে
তেঁতুলপাতার  বসন্ত ।


কাঠের দরজায় লিখে রেখেছ তবু "প্রতীক্ষা!


২)
ঝুঁকি না নিলে হয়তো বিকেল আসবে না শুকনো দড়ির উপর রোদ ঝুলে,  দরজাটা আগেই খুলে গেছে যখন ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না
আড়াল বলতে বুক-খসা দেয়াল , যেভাবে টোল গালে দোল খায় অদৃশ্য চুম্বন


কাছেপিঠে বনবাদাড় থাকলে সেগুনগাছও সিঁড়ি হয়ে যায়।