মাঠেরা যখন বে-আব্রু হয় ফসলকাটা নবান্নে
গাছেরা তখন পোশাক পরে।


নিজেদের চারাগাছগুলো ঝিমিয়ে পড়া দেখে কেউ কেউ সরব হয়।


আত্মীয়তার ভিড়ে হাজার রকমের বঞ্চনা
জানি ইস্পাতও নিষ্কলঙ্ক নয় তবু তো...


নিজেকে কালপুরুষের উপমা দেয় যে
তার ঘাতক পা ছুঁয়ে দেখি
              বিবমিষা ... বিবমিষা!