দেশলাইটাও শেষ
এখন আগুন জ্বালব কিসে?
এঁটো চায়ের বাসনপত্র চেখে রেখেছে পাগলা গারদের মাছি!


বাঁধের ওপারে  বছরের শেষ সূর্যাস্ত ফলন!
এই কুয়াশায় কেউ ফিরবে না ভেবে ঘুমিয়ে পড়েছে
কুমড়ো ফুলের ক্ষেত।


ষোল থেকে সতেরোর  পাদানিতে
জুতোর  ফিতে খুলছে কেউ
নতুন বছর
স্বাগত তোমায় বেদুইনের  চিলেকোঠায়
বর্ষবরণের রাত


এবার ডোমের আগুন চাই
নেশা একাধিক হলেই জমে ভালো।