বাউরি  গ্রামের দিক থেকে নৈঃশব্দ্য উড়ে এলে
পাতায় ভর করে---
তাতে কি কোকিলের ডাক ছিল?
আশ্চর্য হিম লেগে আছে চিরতাফুলে,  নিয়ামক
বসন্ত এল বলে।


রাতকানাদের ভুলেই ক্ষত্রিয় তারারা খসে পড়ে!


কিছু হাঁড়ি ও কলসে উঠে আসে
মৃত নগরী
এক হাজার তমস আমাকে গ্রাস করে
একা রাতের ,
শঙ্খের মত নিবিষ্ট পাঠে  শরীর ছুঁয়ে বিদ্যুৎ.
জলের ধার ঘেঁষে জোনাকি
শব্দহীন
...এবার ঘুমবো।