নেচে যায় কানা হরিণীর চোখ, পড়ে- পাওয়া আগুনে জ্বলে কাঠের অভিশাপ । ম্যানগ্রোভ অরণ্যে উপদেবতার ছল।ভেড়ার সারির পশম ছুঁয়ে প্রকান্ড আউল বাতাস , আছড়ে পড়ে টিনের চালে।
মর্ত্যের  দুয়ার খোলাই থাকে।খুনীকে ডাকনামে ডাকছে জ্যোৎস্না,
হন্তারক বাদুড়ের ডানায় ভর করে নেমে যায়
গিরিখাতের দিকে...
রাঢ় মাটির দেশ  ,
ভাঁটফুল আর ভাওয়াইয়া বাঁশির মত উদার কেউ নেই।