দিনের ঠিকানা কেউ রাত্রি দেয়?
অশ্রুপাতের শব্দকেও কবিতা ভাববে কেন কেউ?  


অঙ্কে কাঁচা আমি ,গাণিতিক ভুলে বুকের তিতির
নিয়ত বিদ্ধ হচ্ছে শরসমবায়ে...


অনেকদিনের স্পর্শ ভেঙ্গে দুপুর হয়,
সে সম্পর্ককে বাঁধে অন্তর্গত শেকলে ও মুক্তিতে ,


আজব কুদরতি আলো জ্বলে
পিদিমে এক তারা ,
আমার আর একলা থাকা হয় না ...


শুধু কলসের  আত্মদহনটাই নদীর ঘাটে উহ্য পড়ে থাকে।