একদিন
বিন্দু বিন্দু ঘাম ও শ্রমে
শ্রমিক ভুলে যায়  রক্ত-রস ও গুলালের যত ফারাক।
তবু
আখের রস, রসের মিঠে সরসতা নিয়েই বেঁচে থাকে
      চেরাইকলের যান্ত্রিক শব্দেরা।


কোথাও
লকলকে আদিম উনুনে ফুটছে  ফ্যানভাত..ফোড়নহীন ডাল
ক্যামেরাম্যানের ফাইলছবিতে  দৃশ্যবন্দী হয়
ব্রিজের নীচে  অন্নপুর্ণাদের ছাউনি সংসার,


অতঃপর
ফটোশপ এফেক্ট ছাড়াই জীবন সাদা-কালো যেখানে
রঙের ভিড়ে রঙহীন স্বপ্নগুলো
     উস্‌কে দিলে  কিছু কি বলতে চায়?