অতঃপর  
শুশ্রূষায় আছি--
ফাৎনার মত চেয়ে থাকি স্থিরজলে,
জোয়ারের হরিতকি রঙ, কতই না ঢং জানে!


এক একদিন রিং- টোনের ভেতর বেজে যায় অস্থির খঞ্জনা গান ,
পথ খুজি ,  পরিচিতি আসে।
পথের মাঝে অচেনারাই তখন নতুন স্রোত...


ভিজে ছত্রাকের মত মিহিন কণ্ঠস্বর,
ইদানীং অজানা নম্বরের কল্‌গুলোতেই  স্বস্তি পাই ,অচেনা ডায়ালটোন
জোয়ারের পাটাতন ফুলে ফেঁপে ওঠে ...


আমাকে একা পেয়ে অহর্নিশি
   ডে কে ই যায় সারেঙ-এর বাঁশি।