এইমাত্র  শস্য ছেড়ে উঠে যাওয়া বক দেখে
তোমারও কি বৈরাগ্য ভাব আসে ?
পরপর খণ্ড দৃশ্য আখরে গিয়ে  ভাব পাল্টায়


জিকিরের ভাব মুকুরে ফুটে উঠে নিষ্কাম দুধের সরের মত…


খড়ো আটচালার কাঠামোতে মাটি উঠছে আবার…
সম্মুখ শারদীয়ার ফুলেল খুশি জমবে
স্থলপদ্মের কুঁড়িতে
সুখ বাজিয়ে প্রস্তুতি নিচ্ছে প্রাচীন বাদ্যকরেরা।