১)
গন্ধ মরে আসে শীতশহরের …


জমে যাওয়া কাঠগোলাপের
সুগন্ধও জমে ক্ষীর


ঠান্ডা হাতমোজার যে বিষন্ন গন্ধটা


দখিনা হাওয়া তাকে নেবে বলে আজ অনঙ্গ মহিমায় …


২)
আর এভাবেই
শীতের দুয়েন্দে  বুঁদ হয়ে এগোয়
বাকি ডিসেম্বর মাসটা...
প্রতিটা অলস পরিবহনের বাস
নিমগ্ন ভবনের মত,
মিছে নষ্টালজিয়ায় খাবারের বেলা পড়ে আসে
কথা কম-তুচ্ছ দরদাম নিয়ে
আড়ষ্ট  বাজার এলাকাটা
দ্রাঘিমার এই অংশে পৃথিবীটা
সময়কে যেন মথের আঠায় জড়িয়ে ফেলে এই শীতে!