১)
হিমযুগ স্তব্ধতা খেয়ে নিচ্ছে জনপদ,
রাত-রাস্তার নরম ডুয়েটে
মৃত্যু পার করেও বেঁচে থাকে যে নাবালকের জীবন
কুয়াশায় সেও যেন ঝাপসা হল এইমাত্র
অন্ধকারে আলাদা করা যাচ্ছে না চায়ের দোকান,ওল্টানো ট্র্যাশ, ভাঁড় ...
পায়ের কাছে পড়ে থাকা আগুনও খোসা
প্রতি মুহুর্ত্তে আর যমদূত তাড়া করবে না
জাহান্নমের শীতই বুঝি খুবলে খেয়ে নেবে আমাদের


২)
নিজের চামড়াই ত্বকে দাঁত দেখায় আগে
কাঁপা ঠোঁটে কীর্তনীয়া প্রলাপ


শীতে বেড়াল হয়ে বিছানার বুকে থাকা হয় না
কাজের ফর্দ নিয়ে ঝুঁকে পড়া দেখি সকাল
দেখি, অতপর নিত্যসংসার
সেবায় ভারি,বিশেষণেও...