টিনের রঙ্গিন বাক্সে  হাতল ঘুরিয়ে যায় শিশুর গানওয়ালা,
ছবি তখন গান


কতবার যে হারালাম
ওই এক সুরের কাছে ...তদ্‌গত প্রাণ,
কে ডাকে
বি ষ না বাঁশি,
কে কাকে জীবন খুলে দেখাতে চাইছে
কেউ নেই  কোথাও। নেই ।
জাগতে এসে কখন ঘুমিয়ে পড়ি চোখের কলসীপত্রে
আগমনীতে ভোর হয়।
এফ্‌এম্‌এ বাজছে  শতাব্দী বেঁচে থাকার আনন্দগান


শুভ মহালয়া।