আর এভাবেই  নিত্য সমঝোতা ষষ্ঠইন্দ্রিয়ের দখল নিতে শুরু করলে
আগ্রহ চলে যায় জীবনের প্রতি


দুটো জাহান্নম একসাথে রয়েছে যেন-
কপাল মন্দ হলে যা জোটে চাবুকের নিরেট সপাং,
পিঠ পেতে নিতে হয় একা
সব দহ একার তোমার


উপশম বলেও কিছু হয় না


ঘা বলেও দৃশ্যমান কিছু নেই,তবু খোঁচা অনবরত
শুকনো কাঁটার,
প্রথমত কষ্ট হয়
শেষতও কষ্টই শুধু
পাড়াপড়শী,বন্ধু-স্বজন পরিবার থেকে দূর
দুরত্ব বাড়িয়ে ভর করে শুধু
একা থাকার  লীন অসুখ, মাঝখানে
ঝুলে থাকে মৃত্যুঘন্টা


........................