সময়টা বিকেল জড়িয়ে আর
ঘূণ ছোঁয়ার মত কড়কড়ে ভালোলাগা
ভেসে ওঠে চক্‌চকে চোখের আদিম মুগ্ধতা
দৃষ্টি যেদিকেই যাবে পালাবে হরিণ
আর বিবিধ রঙের কুন্ঠা


অনায়াস যেদিকে,দিগন্ত ও পাহাড় সমুদ্র ছুঁয়ে
দ্বীপান্তর পাখিও চলে যায়  নজরমিনার ঘেঁষে...


সবই চলে যায় অতীতে
বর্তমান ন্যাড়া পড়ে থাকে বেলতলায়।


.................................