নদীর কলতানে
           সাগরের ঢেউয়ে বাজে ;
পাখির কলরবে
             শুনি যার নাম,
তুমি তো মহান নেতা
            জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।


তোমার অপেক্ষায় আজি
                   স্মৃতি সারি সারি;
বাঁশির সুরে সুরে
               উঠে যার নাম,
তুমি তো শ্রদ্ধেয় নেতা
        জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।


তোমার কবিতা শুনে
          যায় মাঝি পাল তুলে ,
হাওয়ারা কানে কানে
শুনায় যার নাম,
তুমি তো প্রাণের নেতা
জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।


তোমার অবদানে
বাঙলার পায়ে নুপুর বাজে;
দেখেছি স্বপ্নের দেশ
পেয়েছি সিথান,
তুমি তো প্রিয় নেতা
জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।


পিতা তোমায় স্বরি
এখন ও যে আমি,
           কেন চলে গেলে ছেড়ে?
বাজিয়ে মধুর বিন।
           পাব কি দেখা সে সুদিন?
তুমি তো যোগ্য নেতা
জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।


তোমার এ অম্লান
            থাকবে মহীয়ান;
হৃদয়ে জাগাবে স্পন্দন
           ফোটাবে অভিজ্ঞান।
তুমি তো সাহসী নেতা
জাতির পিতা
শেখ মুজিবুর রহমান ।