প্রেমের ছলে বাহু বলে জড়িয়ে মোর দেহ
ভয় লাগে মোর যদি দেখে ফেলে কেহ।
জাত যাবে জাত যাবে আমার
লোকে বলবে কি?
ফুলের মধু নিয়ে যদি তুমি দাও ফাঁকি।
পাশা পাশি বসলে তুমি করো খুঁচা খুঁচি
হাত তোমার ঠিক থাকে না যেমন তোমার রুচি।
চোখে তোমার লালসার রঙ,মুখে দুষ্টু হাঁসি
মিষ্টি মিষ্টি কথা বলে পড়িয়েছ প্রেমের ফাঁসি।
তুমি বল এ সব নাকি বেশি কিছু নয়
প্রেম ভালোবাসার মাজে এসব নাকি হয়।
ভালোবাসার নামে তুমি কর মিছে ছলনা
ভয় লাগে মোর যদি দেখে ফেলে কেহ
লালসার রঙ বানিয়ে আমায় মাখাও সারা দেহ।
যদি তুমি ভালোবাসো আমায় তবে চাও কেন দেহ
তুমি বল মডার্ন যুগে এ সব নাকি হয়
দেহ যদি হয় প্রেম সবাই যদি বলে
আমি বলি তবে প্রেম বুঝে না কেহ।
প্রেম হল হৃদয়ের বন্ধন দেহ কিছু নয়
দুটি মনের মিলন হলে তবেই প্রেম হয়।