নতুন দিন নতুন বছর
স্বপ্ন নতুন কত
মেতে উঠবে খুশিতে আজ
সবাই সাধ্য মত।
নতুন পোশাক কিনতে গেলাম
কত রকম বাহার
হালখাতা সেরে ফেরার পথে
দুপুর বেলার আহার।
দেখি বসে একটি ছেলে
সেথায় পথের ধারে
খালি গায়ে কাঁদছে, কেউ
দেয়নি খেতে তারে।
কোথায় তার ঘর বাড়ি,
কি তার পরিচয়?
মুখ ঘুরিয়ে যাচ্ছে চলে
কত ভদ্র মহোদয়।
হঠাৎ দেখি পাগলী বুড়ি
এসে ছেলের পাশে,
মুড়ির ঠোঙা দিয়ে হাতে
খিল খিলিয়ে হাসে।
খাবার পেয়ে অবাক হয়ে
বুড়ির পানে চেয়ে
ডাকল তারে ‘মা’ বলে
অশ্রু দুগাল বেয়ে।
ছেঁড়া জামা দিল বুড়ি
পুঁটলি খানি খুলে
আদর করে চুমু দিল
কাটল বিলি চুলে
আমিও কিছু খাবার নিয়ে
গেলাম তার কাছে
বললাম “তুমি খাও এটা,  
বাড়ি কোথায় আছে?”
ফিরিয়ে দিল তক্ষুনি সে,
স্নেহের বাহু ডোরে
দুজন মিলে চলল ধীরে
কোন সাম্যবাদের ভোরে।
         ***