ধীরে ধীরে চলে বাস, পাকা ড্রাইভার,
সব দিকে চোখ কান, খোলা আছে তার।
ঐ হেল্পার লোক ডাকে, বেলটি নাড়ায়,
খুশি মত বারবার, অযথা দাঁড়ায়।
বিরক্তি প্রকাশ করে, বাসযাত্রীগণ,
সময়ে পৌঁছতে হবে! নেই বেশীক্ষণ;
গাল-মন্দ তিরস্কার, কটু কথা শুনে-
রাস্তা জ্যাম অছিলায়, চলে অন্য মনে।


দিন শেষে কটা টাকা! জীবন চলেনা।
এই কথা আজ কেউ, বুঝতে চায়না,
সমাজের মাতব্বর, বড়ই চতুর
বাস-মালিক আনন্দে, চালক ফতুর!
ওদের কথা এবার, সবিনয়ে ভাবি!
বদলাক সমাজটা, আজকের দাবি।
                ***