ভোরের অপেক্ষা সূর্যাস্তের, আর রাতের অপেক্ষা নতুন দিনের।
অস্থায়ী মন স্থায়ীত্ব চায় আবার স্থায়ীদের অপেক্ষা কাঁপানো জোয়ারের।
নেতার অপেক্ষা ভোটের  ঠিক যেমন চাকুরিজীবিদের মাসপ্রথমে নোটের।
প্রেমিকের অপেক্ষা চুম্বনের তবে ভালবাসার অপেক্ষা শব্দচয়নের।
কারো কখনত্ত অপেক্ষার শেষ নেই, একমাত্র ব্রেনডেথই এর ইতি টানে।
যতই লোকচক্ষুর আড়াল করে সাধু সাজ, জানে জানে তোমার তুমি সবটাই জানে।
আমারও একটা অপেক্ষা আছে— সেইদিনের অপেক্ষা যবে তোমার আমরণ অপেক্ষা আমি হব।
তোমার নতুন মুখোশ ধ্বংস হয়ে পুরনো আলো ছলকে পরবে, আমি তোমার সাঁঝবাতি হব।