যুদ্ধ ঘোষণা করলাম তোমার বিরুদ্ধে।
তোমার অহংকারের গলা ধরে মাটিতে না নামিয়ে আমি থামব না।
দুর্বল ভাবাটা যেমন ভুল, পাশে না দাড়ান টা পাপ।
তুমি পাপ করেছ।
মৃতদেহ টানতে চার বেহারার কাধ লাগে, তোমার বেঁচে থাকতেই কাধ লাগল।
তুমি পাপ করেছ।
পাথর কে ভালবাসেনা, পুজো করে। তুমি নিজেকে নিঙড়ে ভালবেসেছ।
তাই তুমি পাপ করেছ।
নারকেল গাছ, পুকুর, শপিং  মল— এসব থেকে আশা রাখো ফলের, তুমি মানুষের থেকে আশা করেছ?
খুব পাপ করেছ।
নিজেকে কী ভাব কী? ভালবেসে সব জয় করবে? বড়ই নির্বোধ।
এ পৃথিবী চাকার— টাকার — মনুষত্ব্যের নয়।
এখানে মানুষ হয়ে বাঁচার স্পর্ধা দেখিয়েছ।
তুমি পাপ করেছ।