অস্থির এক চাপা শ্বাস,বুকের ভেতর।
বেরোতে চায়,চায়না আবার।
চিত্ত আকুল,হচ্ছে এমন।
দেখছেনা পথ সামনে যাবার।
কালবোশেখীর আগে, মেঘটা যেমন জাগে।
আর দম বন্ধ মুহূর্ত সব,
                      হৃদয়ে ঘর বাঁধে।
রংধনুর সেই সাতটা রং,
                   একটা মনে হয়।
নীলে নীলে রংধনু,
                   এত বিষাদময়।
ক্যাকটাসে  ফুল ফুটবে হয়ত,
                   জানিনা কি বর্ণ।
জানলা খুলে বসে আছি,
                  বজ্রে  বাজে কর্ণ।
কোথায় গেলে নিতে পারি,
                বুক ভরা নিঃশ্বাস?
বেরিয়ে আসে গুমোট গুমোট চাপা দীর্ঘশ্বাস।