যার ঘর,সেই হল গৃহহারা।
যার ধন,সে হল নিঃস্ব।
যার দেশ,সেই হল দেশহারা।
তাকিয়ে দেখল গোটা বিশ্ব।
যুগে যুগে,কালে কালে,নিয়মটাতো সেই।
"তোমার জায়গাটাই আমার জায়গা"-
            বলতে চক্ষুলজ্জা নেই।
সাদরে সম্ভাষণ যে মেহমানকে,
      নিজ ঘরে যাকে দিল অভয় আশ্রয়।
দুদিন পরে সে চেনেনা তো হায়,
বলে বসে -
      "তোমার ঘর করেছি যে জয়।"
কিছু মরে যায়,কিছু বেঁচে রয়,
       ধীরে ধীরে ওরা করতে চায় শেষ।
বিপন্ন মানবতার কানে বাজে হুংকার-
"এদেশ তোমার নয়,চলে যাও অন্য দেশ"।