গাছের সাথে করিলাম পিরিতি,
সে কথাতো বলেনা,ওরে,
          মাথাও নাড়েনা -তার চলনে বলনে
             হ্যাঁ -না,না-হ্যাঁ হয়ে যায়,
আমার পিরিতির এ কেমন দশা,
কেমন মতি গতি,
তাহার হাসি ওগো সোনার হরিণ,
সকলে না পায়,আমার বুঝিতে বুঝিতে তারে
          সময় বয়ে যায়,
তবু আঁখি তুলে চাহে যবে
                  পলকে পলকে
জানিনা মানেটা কি তার,
     শিহরিত প্রাণ তবু
               ভালোবাসে তাকে।