কৃষ্ণের বাঁশি শুনেছি আমি,
মনে মনে জপি কৃষ্ণ নাম,
কৃষ্ণ নামে পাগল হলাম,
ভাসলো ধরা ভাসলো কাম।

কৃষ্ণ রূপ হেরি সবখানে,
কৃষ্ণ মুখের মধুর হাসি,
ঢেউ হয়ে যে কেবল ভাসে,
মনের তটে কখন আসি।

কৃষ্ণ প্রেমের মধুর ধারা,
ঝরছে মনেতে বৃষ্টি পারা,
হৃদয় মাতে প্রেমের রসে,
হোয়েছে সে যে আপন হারা।