এতটুকু ভালোবাসা ছিলনা,
ছিলনা প্রাণের ছোঁয়া,
মরমীয়া কথা গানে,
শুধুই ছিল ছলনা।

তবুও তো ছিল,
ভালোলাগা এ মনে,
মন যেন ময়ূরী,
নাচে ভরা শ্রাবনে।

তুমি তো জানোনা,
নাইবা জানিলে কখনও,
ভালোবাসার যে দীপ জ্বেলেছিলে,
জ্বলিছে তাহা এখনও।